মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন ৩ দিনের সফরে বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী কক্সবাজার আসছেন।

মন্ত্রী ডা: সামন্ত লাল সেন বৃহস্পতিবার বিকেল ২ টা ৫৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন সন্ধ্যা ৬ টায় তিনি হোটেল সীগালে OGSB এর ৫০তম বার্ষিক সাধারণ সভা এবং ৩৮তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। মন্ত্রী ডা: সামন্ত লাল সেন শুক্রবার সকাল ৯ টায় সায়মান বীচ রিসোর্টে চিকিৎসক ও অধ্যক্ষদের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

মন্ত্রী ডা: সামন্ত লাল সেন শনিবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করবেন। একইদিন দুপুর ১২ টায় কক্সবাজার মেডিকেল কলেজের কনফারেন্স রুমে তিনি কক্সবাজার জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

মন্ত্রী ডা: সামন্ত লাল সেন শনিবার সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে ৩ দিনের কক্সবাজার সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব কমল কুমার ঘোষ প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

প্রসঙ্গত, দেশে নতুন সরকার গঠনের পর একজন পূর্ণাঙ্গ মন্ত্রী এই প্রথম কক্সবাজার আসছেন।