সংবাদ বিজ্ঞপ্তি:
এআইটিতে আইজেক-সিসিসিআই, কক্সবাজার প্রজেক্টের অধীনে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এণ্ড মেইনটেন্যান্স ফর কনস্ট্রাকশন লেভেল-২ এর দুই ব্যাচের ফলাফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ হয়।
এতে মোট ২০ জন প্রশিক্ষণার্থীর আরপিএল লেভেল ফাইনাল পরীক্ষায় ১৬ জন উত্তীর্ণ হয়েছে।
আইএলও ‘র তত্বাবধানে কক্সবাজার চেম্বার অব কর্মাস এণ্ড ইণ্ডাট্রিজ এর সহযোগিতায় এসিসমেণ্ট কার্যক্রমে এনএসডিএ থেকে উপস্থিত ছিলেন সিস্টেম এ্যানালিস্ট এ কে এম মোস্তফা কামাল হাবীব।
পরীক্ষকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মাহবুবুল আলম এবং এনএসডিএ এ্যাসসর মোহাম্মদ শরীফ উদ্দীন, আইজেক-সিসিসিআই প্রজেক্ট কো-র্ডিনেটর শাহারিয়া পারভীন লাকী।
পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে সাময়িক সনদ প্রদান করা হয়।
কার্যক্রমে সহযোগিতা করায় আইএলও, কক্সবাজার চেম্বার অব কর্মাস এণ্ড ইণ্ডাস্ট্রিজ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)সহ এআইটি টিমের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এআইটি‘র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমুল করিম ফারুক।
উল্লেখ্য, এটি কক্সবাজার জেলায় এনএসডিএ এর অধীনে প্রথম আরপিএল লেভেল ফাইনাল পরীক্ষা। এখন থেকে কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র এআইটি হেড অফিস আলীর জাহাঁলস্থ সাইমা ওশান সিটিতে (৩য় তলা) নিয়মিত বিভিন্ন অকুপেশনের উপর এসিসমেণ্ট করা যাবে।
ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এণ্ড মেইনটেন্যান্স ফর কনস্ট্রাকশন
আরপিএল লেভেল-২ ফাইনালে ১৬ পরীক্ষার্থী উত্তীর্ণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
