দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই কক্সবাজারের ৯ উপজেলার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন। এই উপজেলা নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ইসি কমিশনার রাশেদা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ঘোষিত তারিখ অনুযায়ী, প্রথম ধাপে ভোটের জন্য আগামী ৪ মে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে ১১ মে এবং তৃতীয় ধাপে ১৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুতুবদিয়া, মহেশখালী এবং কক্সবাজার সদর উপজেলা এবং দ্বিতীয় ধাপে চকরিয়া, পেকুয়া এবং নবগঠিত ঈদগাঁও উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই তারিখে পার্শ্ববর্তী লামা এবং নাইক্ষ্যংছড়িতেও ভোটগ্রহণের কথা রয়েছে।
অপরদিকে তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায়।
জেলা নির্বাচন অফিস অনুযায়ী, কক্সবাজার সদরের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৩ হাজার ৫৫৯ জন। রামু উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ২৭৯ জন। নবগঠিত ঈদগাও উপজেলায় ভোটার সংখ্যা ৮৭হাজার ৭৩৭ জন। চকরিয়া উপজেলার ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৩০২ জন। পেকুয়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার জন। মহেশখালী উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৫১৪ জন। কুতুবদিয়া উপজেলায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ৫০৮ জন। উখিয়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৯ হাজার ৩১২ জন এবং টেকনাফ উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ৬৬০ জন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।