সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিতরণ বিভাগ কাজ হাতে নেওয়ায় শহরের কয়েকটি জায়গায় বিদ্যুৎ থাকবে না।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান শীত মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিতরণ বিভাগ, বিউবো, কক্সবাজার দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি কলাতলী উপকেন্দ্রের যাবতীয় মেরামত ও রক্ষনাবেক্ষন কাজ হাতে নেওয়া হইয়াছে।
উক্ত কাজের অংশ হিসেবে ১১ কেভি কলাতলী পূর্ব, কলতালী পশ্চিম , হ্যাচারি, হিমছরি,এয়ারপোর্ট, সুগন্ধা , ডি এস-৪ ,ফিডার আগামী ১৭/২/২০২৪ খ্রীঃ, রোজ-শনিবার সকাল-০৭:০০ ঘটিকা হইতে বিকাল-৩:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।