নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী সংগঠন অনির্বাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের ২০২৪ সালের নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে মিনার উদ্দিন পরিচালক, শাহ নেওয়াজ ও সাইদুল ইসলাম সহকারী পরিচালক মনোনীত হয়েছেন।
জুমাবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে জরুরি সভায় আংশিক কমিটি ঘোষণা করেন অনির্বাণের ভাইস চেয়ারম্যান কবি সালমান নুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক শিল্পী ইকবাল হাসান, দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তাসম্পাদক ইমাম খাইর।
এ সময় বক্তারা বলেন, শিশু-কিশোররা ফুলের মতো। সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে ফুলগুলো সুগন্ধি ছড়ায়। পাড়া-মহল্লা, সর্বোপরি দেশের কল্যাণে এরাই তৈরী হবে।
অশ্লীলতা থেকে প্রজন্মকে ফিরিয়ে আনতে নৈতিকতাসমৃদ্ধ সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।
অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আল্লাহ রাসূল (স.) কবি ও শিল্পীদের অনেক বেশি ভালোবাসতেন। সুস্থ সংস্কৃতির সাথে ছেলে মেয়েকে নিয়মিত চর্চায় রাখতে পারলে দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা যাবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।