রামু প্রতিনিধি:

রামুর মন্ডলপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ও আংশিক ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছে রামু ক্লাব ও গ্রুপ ২০ বিজনেস এসোসিয়েশন। শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি সকালে রামুর মন্ডলপাড়ায় রামু ক্লাবের নিজস্ব কার্যালয়ে এসব সহায়তা প্রদান করা হয়।

অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য মনোয়ারা ইসলাম নেভী, ৪ নং ওয়ার্ডের সদস্য আজিজুল হক আজিজ, মন্ডলপাড়া সমাজ কমিটির সর্দার মাহবুব আলম, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো। এছাড়াও গ্রুপ ২০ বিজনেস এসোসিয়েশন এবং রামু ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গ্রুপ ২০ বিজনেস এসোসিয়েশনের সভাপতি ও রামু ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া জানান, অনুষ্ঠানে মন্ডলপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোপুরি ও আংশিক ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে ৪ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।