পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতির কথা জানিয়ে গতকাল পদত্যাগের পর রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আত্মসমর্পণ করেন তিনি।খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের।

তথ্যসূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর পুলি প্রমাণ বা নথি গোপন করার শঙ্কায় তার কার্যালয় সিলগালা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, লিয়াকত আলীর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে, গলকাল দায় স্বীকারের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে। লিয়াকত আলীকে অজ্ঞাতস্থানে রাখা হয়েছে।

জেলা প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নির্বাচনি সরঞ্জাম, রিটার্নিং কর্মকর্তা, ভোটের সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।’