শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের মশরফ আলী সিকদার পাড়ায় ৫৭ শতক লবণের মাঠ ৩০ বছর ধরে জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। জবরদখলকৃত জায়গা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন জমির প্রকৃত মালিকগণ।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ইউনিয়নের জেলা পাড়া এলাকার পশ্চিম পাশে অবস্থিত বিরোধীয় জায়গায় প্রকৃত মালিকদের হুমকি দিয়ে লবণ মাঠের কাজ করছেন জবর দখলকারীরা এমন চিত্রের দেখা মিলে।
জমির প্রকৃত মালিক দাবিকারীদের মধ্যে মোহাম্মদ আতিক বলেন, ১৪৬১/১১২২/১১২৩ নং খতিয়ান ভুক্ত পৈত্রিক সম্পত্তি দীর্ঘ ৩০ বছর ধরে জবর দখল করে রেখেছে আঁচল মিয়া গংদের মোঃ সুমন (৪০),সরোয়ার সিকদার (৫০),মোঃ খালেদ সিকদার, হেনাম সিকদার (৪০)। এ বিষয়ে অনেকবার স্থানীয়ভাবে বৈঠক করার পরও কোনো প্রতিকার পাননি তারা। গত ০২ ফেব্রুয়ারি তাদের মারধরের ঘটনায় কুতুবদিয়া থানায় একটি মামলা হয়েছে।
অভিযুক্ত সুজনের মাধ্যমে জানা যায়, এটা যৌথ খতিয়ান এখানে রাশেদ গং, আঁচল মিয়া গং,নজির আহমদ গং এর সম্পত্তি রয়েছে। রাশেদ মিয়া সিকদারের ছেলে ছৈয়দ নুর গং এর ওয়ারিশ আমাদের প্রতিপক্ষ। সে আঁচল মিয়া গং এর ওয়ারিশ । তাঁদের যদি কাগজ পত্র ঠিক থাকে তা হলে তাদের জায়গা বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান।
স্থানীয় সার্ভেয়ার মো: ইউছুপ নবী জানান, কাগজপত্রের রের্কডীয় মালিক ছৈয়দ নুর গং। কিন্তু সেখানে আঁচল মিয়া গং এর ওয়ারিশরা কোন কাগজপত্র উপস্থাপন না করে ত্রিশ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে। এটা বেআইনি।
এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, জায়গায় সম্পত্তির বিরোধ নিয়ে একটা মারামারি মামলা হয়েছে। এটি তদন্তাধীন রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।