নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদারাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ এতিমখানার উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারী) মাদরাসা মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসাইন, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কক্সবাজার পৌরসভার ৭ নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও জব্বারিয়া প্রিন্টার্সের সত্বাধিকারী মোহাম্মদ সেলিম, মাদরাসার প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবাল প্রমুখ।
মাদারাসার সহকারী শিক্ষক মাওলানা মোফাজ্জল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ, পরিচালনা কমিটির সদস্য ও সাবেক উপজেলা প্রকৌশলী আববাস উদ্দিন আহমদ, পরিচালনা কমিটির সদস্য ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা ফারহান উল্লাহ, পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হুদা, পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব নুরুল আমিন, পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম রনি, মাদ্রাসার শিক্ষক মাওলানা রহিম উল্লাহ মামুন, মোস্তাফিজুর রহমান, আবদুল্লাহ চৌধুরী, মাওলানা বারেক উল্লাহ, মাওলানা জুবাইর হোসাইন, মোহাম্মদ সাইমুম সহ অভিভাবক, শিক্ষার্থী, বিশিষ্টজন, প্রচুর এলাকাবাসী আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি কবি আলহাজ্ব আবুল হোসাইন ভাষা শহিদদের উৎসর্গ করা “অমর একুশে” শিরোনামে স্বরচিত একটি কবিতা আবৃত্তি করেন।
মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র আমিরুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু আলোচনা সভার ভাষা শহিদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী আরোরা জান্নাত। আলোচনা সভা শেষে মাদরাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবাল এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।