মিছবাহ উদ্দিন:
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে চৌফলদন্ডী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পুকুরিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সদস্য মনজুর আলমের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ এর চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরহান আহমদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান – ০১ ও বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান – ০২ সোহেল জাহান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, বাংলাদেশ ছাত্র লীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আদনান, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এহেছান উল্লাহ এহেছান, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মনির।
সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের নব নিবার্চিত চেয়ারম্যান মুজিবুর রহমান।

এছাড়া ও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দীন, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য সাবিনা ইয়াসমিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নয়না পরিবার ট্রাষ্টের সভাপতি হাসান মুরাদ আনাচ, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল্লাহ, ৯নং ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি মোহাম্মদ মামুন। অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানটি সফল করতে দুপুর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডসহ দলীয় নেতা-কর্মীরাসহ সাধারন জনগণ পৃথক-পৃথকভাবে বিজয় মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে এসে সমবেত হতে থাকেন এবং এক পর্যায়ে হাজারো জনতার উপস্থিতিতে ওই সংবর্ধনা অনুষ্ঠানটি জনসভায় পরিনত হয়।