শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (৬ ডিসেম্বর ) সকালে কেয়ার বাংলাদেশ এনজিও আয়োজনে কুতুবদিয়া উপজেলায় ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড.ফরিদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা না,তাদের ভালবাসুন,
সহযোগিতা করুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লু রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. আমজাদ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গেজব মাতবর,বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
পরে,অস্বচ্ছল ও দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ৭ টি, ওয়াকিং স্টিক ১০ টি,প্রতিবন্ধী টয়লাট ১২ টি বিতরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।