মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি ২দিনের সফরে আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী কক্সবাজার আসছেন।

মন্ত্রী ড. হাসান মাহমুদ এর নেতৃত্বে পররাষ্ট্র সচিব, ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস ও মিশনসমূহের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও চার্জ দ্য এফেয়ার্স অংশগ্রহণে-
“Ambassadors Outreach Program to Chattogram and Cox’s Bazar” এর অংশ হিসাবে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে রেল যোগে কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন। সেখানে মন্ত্রী ড. হাসান মাহমুদ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস ও মিশনসমূহের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও চার্জ দ্য এফেয়ার্স সহ কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শন এবং গণমাধ্যমের সাথে মতবিনিময় করবেন। রেল স্টেশনে পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র সচিব ও কুটনৈতিক দলকে হুইপ সাইমুম সরওয়ার কমল সহ উর্ধ্বতন কর্মকর্তারা অর্ভ্যথনা জানাবেন। এরআগে, মঙ্গলবার সকাল ১১ টায় মন্ত্রী ড. হাসান মাহমুদ একই প্রোগ্রামের অংশ হিসাবে পররাষ্ট্র সচিব, ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস ও মিশনসমূহের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও চার্জ দ্য এফেয়ার্সদের একটি টিম নিয়ে সকাল সাড়ে ৮ টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছাবেন। মন্ত্রী, সচিব ও কুটনৈতিক দল চট্টগ্রাম নেভাল একাডেমীর ওয়েস্ট পয়েন্ট এবং কর্ণফুলী টানেল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেলস্টেশনে গণমাধ্যমের সাথে মতবিনিময় করবেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি ২ দিনের কক্সবাজার সফর শেষে বুধবার সকাল ৯ টা ৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ আরিফ নাজমুল হাসান প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।