পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) এর ঝিলংজাস্থ ১৩২/৩৩ গ্রিড উপকেন্দ্রের বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝিলংজা ১৩২/৩৩ গ্রিড উপকেন্দ্রের বাৎসরিক জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিতরণ বিভাগ, বিউবো, কক্সবাজার দপ্তরের আওতাধীন কলাতলী ও ঝিলংঝা উপকেন্দ্রের আওতাভুক্ত বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ থাকবে না।
শহরের ১১কেভি কলাতলী পূর্ব, কলাতলী পশ্চিম, হিমছড়ি, হ্যাচারি, এয়ারপোর্ট, জেলখানা, ডি এস-০৪, ডিএস-১, ডি,এস-৩, ডি,এস-৫, এক্সপেস-১, এক্সপেস-২, মেডিকেল কলেজ, রেলওয়ে, বিসিক ফিডারের আওতায় ডলফিন মোড় হইতে লাবনী পয়েন্ট রাস্তার দুই পাশের এলাকা, সুগন্ধা-লাবণী কলাতলী পয়েন্ট, সৈকত আবাসিক এলাকা(ব্লক বি,সি), ডলফিন মোড় হইতে মারমেইড ইকো রিসোর্ট, বড়ছড়া, মাংলাপাড়া, দরিয়ানগর, শুকনাছড়ি, হিমছড়ি আর্মি ক্যাম্প, পুলিশ ফাড়ি, এয়ারপোর্ট, জেলখানা, সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পার্শ্ব, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, বৈদ্যেরঘোনা, মধ্যম ঘোনার পাড়া, হাসপাতাল রোড, দক্ষিণ ঘোনার পাড়া, মোহাজের পাড়া, বৈল্লাপাড়া, বায়তুশ শরফ এলাকা, ক্যাং পাড়া, খাজা মঞ্জিল রোড, গোলদিঘীর পাড়, বিকে পাল সড়ক, বাদশা ঘোনা, উত্তরণ, বাসর্টামিনাল, পুলিশ লাইন সংলগ্ন এলাকা, সিএনজি ফিলিং স্টেশন, পেশকারপাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড়মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট, পাহাড়তলী, ইসুলের ঘোনা, কচ্ছপিয়া পুকুর পাড়, দক্ষিণ রুমালিয়ার ছড়া, এবিসি ঘোনা, বাচা মিয়ার ঘোনা, সমিতি বাজার এলাকা, কক্সবাজার পিডিবি ট্রেনিং একাডেমী, কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার রেলওয়ে, উত্তর হাজী পাড়া, লিংক রোড, মহুরী পাড়া, জানার ঘোনা, লম্বার ঘোনা, নাফকুঞ্জ পাড়া, চাদর পাড়া, বিসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।