মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, ঈদগাঁওঃ
ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ৬ ডিসেম্বর রাত ৪ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ঈদগাঁও থানার অফিস্যার ইনচার্জ ওসি আব্দুল হালিমের নির্দেশে এস আই মোঃ জুয়েল সরকার, এএসআই মোঃ ইব্রাহিম সঙ্গীয় ফোর্স সহ পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে বর্নিত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা হলেন, একই ইউনিয়নের পূর্ব নাপিতখালী ডুলা ফকির রাস্তার মাথা এলাকার শাহ আলমের ছেলে নূর উদ্দিন,মৃত নূর আহমদের ছেলে আবদু ছবি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারী পরোয়ানাভুক্তদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।এলাকার সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।