নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ২০২৪ সেনশনের নির্বাচনে চমক দেখিয়েছেন তরুণ আইনজীবী শেফাউল করিম রানা। তিনি মুল পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বিশাল ব্যবধানে বিপুল ভোট পেয়ে আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এতে আইনজীবী মহলে ব্যাপক আলোচিত হয়ে উঠেছেন রানা।
জানা গেছে, শেফাউল করিম রানা একজন নবীন আইনজীবী। ২০১৮ সালে তিনি আইন পেশায় যোগ দিয়েছেন। তারপরও সাহস করে আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে প্রার্থী হন। প্রার্থী হয়েই অমায়িক আর ভদ্র চরিত্রের অধিকারী হিসেবে সবার মাঝে নজর কাড়তে সক্ষম হন। পরে নির্বাচনে ভোটাররা তাকে বিপুল ভোট দিয়ে তার ভদ্রতার পুরস্কার দেন।
ভোটে শেফাউল করিম রানা ৬১৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী প্যানেলের তাজমিন হুদা চৌধুরী পেয়েছেন মাত্র ২৩৭ভোট। বিশাল ব্যবধানে জয় পেয়ে রানা সবাইকে চমকে দেন।
এরপর থেকে আদালত অঙ্গণে সবার মুখে মুখে তার নাম ছড়িয়ে পড়ে। তাকে এখন সবাই অভিন্দন ও আগামীর জন্য শুভ কামনা জানাচ্ছেন।
এ ব্যাপারে শেফাউল করিম রানা বলেন, সিনিয়র, জুনিয়র আইনজীবী ভাইদের আমার প্রতি ভালোবাসার এই প্রকাশ দেখে আমি অভিভূত হয়েছি। আমি চেষ্টা করি ভদ্র ও নম্রভাবে চলতে। তার প্রতিদান আমি ভোটে পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা। সবার ভালোবাসার এই প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং এই ভালোবাসা সঙ্গী করে পুরো জীবন চালাব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।