খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত রাফি ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
পিপি) ফরিদ আহমেদ বলেন, বিয়ের কথা বলে ধর্ষণের ঘটনায় ২০২৩ সালের ৮ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আদালতের নির্দেশনায় একই বছরের ১১ জানুয়ারি সোনাডাঙ্গা থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
গত বছরের ২৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানা পুলিশের এসআই সোহেল রানা আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
সূত্র: কালবেলা
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।