মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
“রোহিঙ্গা জনগোষ্ঠির আইনগত সুরক্ষা ও ন্যায়বিচার প্রাপ্তিতে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজারের জেলা ও দায়রাজজ মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইসসিআর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় রোহিঙ্গা জনগোষ্ঠির আইনগত সুরক্ষা, ন্যায় বিচার নিশ্চিতে বাংলাদেশে বিদ্যমান আইন ও এর প্রয়োগে আইনপ্রয়োগকারী সংস্থা, আইনজীবী ও আদালত অঙ্গণে এর অনুশীলন এবং বিভিন্ন প্রতিবন্ধকতা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ব্লাস্টের এডভোকেসি উপদেষ্টা তাজুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী, স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্টের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দিন এবং প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মৈত্রী ভর্ট্রাচার্য, ব্লাস্টের শরনার্থী বিষয়ক উপদেষ্টা ও অভিবাসি বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ আসিফ মুনীর, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম, ব্লাস্টের উপ-পরিচালক (আইন) এডভোকেট বরকত আলী ও ইউএনএইচসিআর এর প্রতিনিধি মোস্তাফা শিরিন।
সভায় কক্সবাজার জেলার বিভিন্ন আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, বিভিন্ন আদালতের বিজ্ঞ স্পেশাল পিপি গণ, ব্লাস্টের প্যানেল আইনজীবী এডভোকেট রমিজ আহমদ, এডভোকেট আবদুস শুক্কুর প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন।
উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক মোঃ মশিউর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ।
সভায় আলোচকবৃন্দ রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা এবং ক্যাম্পের আইনশৃঙ্খলা সুরক্ষায় রোহিঙ্গাদের জন্য আলাদা চৌকি আদালত স্থাপন করার উপর গুরুত্বারোপ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।