মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) ঢাকার বেইলি রোডে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডে কক্সবাজারের উখিয়ার শাহ জালাল উদ্দীন (৩৪), তার সহধর্মিণী মেহেরুন নেছা হেলালি মিনা (২৪) ও তাদের তিন বছরের একমাত্র কন্যা ফাহিরুজ কাশেম জামিরা ৩ জনই মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।

অগ্নিকান্ডে মৃত্যুবরন করা কাস্টমসের রেভিনিউ কালেকট্টর শাহ জালাল উদ্দীন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা নিবাসী বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম এর সন্তান। শাহ জালাল উদ্দীন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, আইডিবি কক্সবাজার এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হেলাল মোরশেদ সোহাগ এবং হাশেম বিন কাশেম লিংকন এর ছোট ভাই।

শাহ জালাল উদ্দীন নারায়ণগঞ্জ কাস্টমস অফিসের রেভিনিউ কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কেরানীগঞ্জের রিভার ভিউ এলাকায় স্বপরিবারে থাকতেন। তিনদিনের ছুটি নিয়ে তিনি বৃহস্পতিবার রাত্রে স্বপরিবারে খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার জন্য ঢাকার রাজারবাগ থেকে গ্রীণ লাইন বাসের টিকেটও নিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বেইলি রোডে অগ্নিকান্ড সংঘটিত হওয়া ভবনের কাচ্চি ভাই নামক রেস্টুরেন্টে একত্রে খেতে গিয়েছিলেন। সেখানে অগ্নিকান্ডে তিনজনই মৃত্যুবরন করে। ধারনা করা হচ্ছে, অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

শাহ জালাল উদ্দীন এসএসসি ১৯৯৭ ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। শাহ জালাল উদ্দীন রামু’র ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ শ্রীকুলের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোকতার আহমদ হেলালী ও জাহান আক্তার বুলবুল এর জামাতা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ইঞ্জিনিয়ার মোকতার আহমদ হেলালী শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গিয়ে তিনজনের লাশ সনাক্ত করেন। সনাক্ত করা লাশ শনিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। প্রাণ হারানো শাহ জালাল উদ্দীন কক্সবাজার শহরের টেকপাড়ার চুরাশিয়ান রেজাউল করিম এর ভাগ্নি জামাই।

ঢাকার বেইলি রোড ট্রাজেডিতে সম্ভাবনাময়ী তরুণ, কাস্টমসের রেভিনিউ কালেক্টর শাহ জালাল উদ্দীন স্ত্রী, কন্যা সহ ৩জনের প্রাণ হারানোর খবরে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত, বেইলি রোড ট্রাজেডির ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত মোট ৪৬ জন প্রাণ হারিয়েছে।