হ্যাপী করিম, মহেশখালী:

মহেশখালীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে “সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ভোটার সেবা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ভোটার দিবস এর শুভ উদ্বোধন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন.. মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এতে উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল।

সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো এ প্রতিপাদ্য বিষয়ে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, মহেশখালী থানার অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা প্রস ক্লাবের সভাপতি মাওলানা ইউনুস। এসময় আরও উপস্থিত ছিলেন.. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুল রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ দিদার আলম, উপজেলা সমবায় অফিসার গোলাম মাসুদ কুতুবী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং ভোটারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় ভোটার দিবসে কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক ও উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা

উল্লেখ্য- সরকার ভোটাধিকার নিশ্চিত করতে গ্রামের সকল মানুষ’কে উন্নত মানের স্মার্ট কার্ড তৈরি করে হাতে হাতে পৌঁছে দিচ্ছে। উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল সচ্চ কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়– মহেশখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৫১৪ জন। কক্সবাজার জেলার মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৫২ হাজার ৪৩২জন।
দেশের ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯২৪ জন।