সংবাদদাতা:
টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের সিপিজি ও ইআরটি সদস্যদের সাথে মতবিনিময় সভা, পোষাক ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ মার্চ) কক্সবাজার দক্ষিণ বন বিভাগ আয়োজিত ইউএসএআইডি’র-নেচার এন্ড লাইফ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম-এর সভাপতিত্বে টেকনাফ বাহারছড়া শিলখালি গর্জন বাগানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নেচার এন্ড লাইফ প্রকল্প পরিচালক ড. শীতল কুমার নাথ। তিনি প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন।
নেচার এন্ড লাইফ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নারায়ণ চদ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানটির শুরুতে প্রধান অতিথি শিলখালি গর্জন বাগান সিপিজি দলের গার্ড অফ অনার গ্রহণ করেন।
এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিপিজি দল।
পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির মূল পর্বের সুচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, কোডেকের উপ-নির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত।
সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির পক্ষে শিলখালি সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সিপিজি সদস্যদের পক্ষে কেরুনতলী মহিলা সিপিজির সভাপতি খুরশিদা বেগম, হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর মেহগনি সিপিজি সভাপতি খাইরুল বশর বক্তব্য দেন।
শেষে সিপিজি দলনেতাদের মাঝে পোশাক, বন্যপ্রাণী উদ্ধারকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সাপ ধরার উপকরণ, এলিফ্যানট রেস্পঞ্জ টিম-এর মাঝে উপকরণ বিতরণ করা হয়।
সেই সাথে পুরান পাড়া ভিসিএফ সভাপতি আমীর মুহাম্মদ শাজাহান, হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা
সাধারণ কমিটির সদস্যকে বন্যপ্রাণী উদ্ধার ও নিরাপদ অবমুক্তকরণে বিশেষ অবদানের স্মারক প্রদান করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা এবং শিলখালি ও হোয়াইক্যং সহ-ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মোঃ সারওয়ার আলমের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।