মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বুধবার ৬ মার্চ একদিনের সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন।

মন্ত্রী ডা. দীপু মনি বুধবার সকাল সাড়ে ১০ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। সকাল ১১ টায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রতিবন্ধীদের সনাক্তকরণ ও সঠিক পরিসংখ্যান নির্নয়ের লক্ষ্যে কার্যকর টুলস প্রণয়নের নিমিত্তে আবাসিক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করবেন।

মন্ত্রী ডা. দীপু মনি একইদিন সন্ধ্যা ৬ টায় কক্সবাজারে একদিনের সংক্ষিপ্ত সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন (যুগ্মসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।

প্রসঙ্গত, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি একই কর্মশালা উদ্বোধন করতে গত ৪ ফেব্রুয়ারী কক্সবাজার এসেছিলেন।