নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চৌফলদন্ডী থেকে খোনকাড়খীল এলাকা পর্যন্ত সড়ক বাতি দিতে সাংবাদিক সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (৭ডিসেম্বর) সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেল হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো জেলা যু্বদলের যোগাযোগ সম্পাদক দোলন ধর এবং রাজনৈতিক ফলো চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনজুর আলমের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিতিতে অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হামিদা তাহের, কক্সবাজারের প্রবীণ সাংবাদিক ও পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক খোরশেদ আলম কুতুবী, কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিরিন বানু,৷ জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুর রহমান জাহেদ, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাজান মনির, পৌর বিএনপি নেতা টিটু কুমার সেন, ১১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারন সম্পাদক সরোয়ার খান, ইউনিয়ন পরিষদের সদস্য আয়ুব আলী, কক্সবাজার জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস, উপজেলা স্বেচ্ছসেবক লীগ নেতা ও সাংবাদিক আবদুল কাদের, চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মিজানুর রহমান জিকু, ছাত্রলীগ নেতা ওমর আকবর, নাবিল মো:রেজা। সার্বিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পক্ষে উপস্হিত ছিলেন চট্রগ্রাম জোনের কর্মকর্তা ছদরুল সুমন ও ছদরুল আমিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।