শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কুতুবদিয়ার ১নং উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে তালা প্রতীক নিয়ে জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) তেলিয়া কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে জসিম উদ্দিন তালা প্রতীক নিয়ে ১ হাজার ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৮ ভোট। এই ওয়ার্ডে মোট ভোটার ছিল ২৫৬১। প্রদত্ত ১৭০২টি ভোট। বাতিল ভোট ১৪ টি।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

বাকি তিন প্রার্থীর মধ্যে ইমতিয়াজ উদ্দিন (ফুটবল) ৮ ভোট, নার্গিস সুলতানা (মোরগ) শূন্য ভোট, শাহাবুদ্দিন (ক্রিকেট ব্যাট) শূন্য ভোট।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার নুরুল ইসলাম জানান, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদে ৯নং ওয়ার্ডের সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৫৬ ভোট পেয়ে জসিম উদ্দিন নির্বাচিত হন। এ উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ইউপি সদস্য নুরুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।