সংবাদ বিজ্ঞপ্তি:
রামু কলঘরবাজারস্থ হযরত হাফসা (রাঃ) মহিলা হিফজ ও হযরত ওমর (রাঃ) হিফজ মাদ্রাসার দস্তারবন্দী, হিজাব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠানে সাবিনা খতম ও হিফজ সমাপ্তকারী ২৮ জন শিক্ষার্থীর বিদায় উপলক্ষে
হিজাব, দস্তারবন্দী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ১১ জন শিক্ষার্থীকে হিফজ সবক দেওয়া হয়েছে।
বর্ণাঢ্য প্রধান অতিথি ছিলেন রামু জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ আব্দুল্লাহ তাজ।
বিশেষ অতিথি ছিলেন, জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা আব্দুল হক, মাজহার উলুম মাদ্রাসা পরিচালক মাওলানা মোঃ হারুন, জামিয়াতুল উলুম মাদ্রাসা পরিচালক মাওলানা হাফেজ শামশুল হক নাসিম, কক্সবাজার শহরের তারাবানিয়ারছড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহি, মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা হেলাল উদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানি, মাওঃআমিরুল ইসলাম, মাওলানা হামিদুল হক, মাওলানা হাঃ একরামুল হক, মাওলানা হাফেজ সুলাইমান, মাওলানা হাফেজ আবুল মঞ্জুর, মাওলানা আব্দুল মান্নান, আমির হোসেন সিকদার, মাস্টার নজরুল ইসলাম, মাওলানা হাফেজ আলী হায়দার, অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মাওঃমোঃহারুন, মাওঃনুরুল আমিন, ফরিদুল আলম কোম্পানি, মাওলানা আবুল কালাম, মাওলানা হাফেজ মোঃ তাহের, সানাউল্লাহ, মুজিবুর রহমান, মাস্টার সলিমুল্লাহ, বেলাল উদ্দীন মেম্বার, রেজাউল করিম কোম্পানি, মাওলানা হাফেজ আজিজুর রহমান, মাওলানা আজিজুর রহমান, মাওঃ নুরুল আমিন, মাসুদ সুজন, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মাওলানা হাফেজ আব্দুল মমিন।
মাওলানা অলিউল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ইহকালে শান্তি ও পরকালে মুক্তির জন্য কুরআনকে আকড়ে ধরতে হবে। আজকের সমাজে যত অশান্তি, বিশৃঙ্খলা সব কুরআনকে ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে। শান্তি ও মুক্তির জন্য ইসলাম নির্দেশিত পথ মেনে চলার বিকল্প নাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
তিনি আগত সকল মেহমান সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ তাজ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।