মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফ পৌরসভা নির্বাচনে সাধারণ আসনের ৪ জন কাউন্সিলর প্রার্থী নিজ নিজ ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাঁরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারা হলেন : ৩ নম্বর ওয়ার্ডে এহেতেশামুল হক বাহদুর, ৬ নম্বর ওয়ার্ডে মো. আব্দুল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডে মাওলানা মুজিবুর রহমান এবং ৮ নম্বর ওয়ার্ডে মো. মনিরুজ্জামান।

নিজ নিজ ওয়ার্ডে কাউন্সিলর পদে তাঁরা একক প্রার্থী হওয়ায় প্রতীক বরাদ্দের দিনে টেকনাফ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন তাঁদেরকে মঙ্গলবার ৭ ডিসেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

টেকনাফ পৌরসভার ৩ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ওয়ার্ড এবং অপর ৫ টি সাধারণ কাউন্সিলর ওয়ার্ডে যথারীতি প্রতিদ্বন্দ্বিতা চলছে।

প্রসঙ্গত, টেকনাফ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইসলামও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি ৩য় দফায় মেয়র নির্বাচিত হলেন। মোহাম্মদ ইসলাম কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি’র চাচা। তিনি টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মরহুম সুলতান আহমদ এর পুত্র। টেকনাফ পৌরসভা নির্বাচনে মোট ১৬ হাজার ৮৬ জন ভোটার রয়েছে।