আনোয়ার হোছাইন, ঈদগাঁও:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় আহত নুর আহমদ (৪০)অবশেষে দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। সে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর নাপিতখালী কৈলাশের ঘোনা গ্রামের গোলাম সোবাহানের ছেলে।

শনিবার(৯ মার্চ) রাত ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আলম। এদিকে শান্ত ও বিনয়ী লবণচাষী নুর আহমদের মর্মান্তিক মৃত্যুতে এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমেছে।

উল্লেখ্য,গত ৮মার্চ (জুমাবার) সন্ধ্যার দিকে নুর আহমদ নিজ এলাকার নতুন অফিস বাজার থেকে টমটম যোগে ঈদগাঁও যাওয়ার পথে মহাসড়কের ইসলামাবাদ ঢালার দোয়ার নামক স্থানে পৌঁছালে টমটমটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় যাত্রীবাহী একটি বাস।এতে ঘটনাস্থলেই অন্যদের সাথে নুর আহমদও গুরুতর আহত হয়।পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।পরে অবস্থার অবনতি হলে নুর আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।