সংবাদ বিজ্ঞপ্তি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিক সংসদের উদ্যোগে মসজিদ-মাদ্রাসা এবং বিভিন্ন মিডিয়া হাউজে বর্ষপঞ্জি, সেহেরি ও ইফতারের সময়সূচি বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে সময়সূচি তুলে দেওয়া হয়।
এর আগে বাদে আসর বদর মোকাম জামে মসজিদের হল রুমে সাংবাদিক সংসদ, কক্সবাজার এর সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সদস্য শাহেদ হোছাইন মুবিনের সঞ্চালনায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে অতিথি ছিলেন সাংবাদিক সংসদ, কক্সবাজারের উপদেষ্টা দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, উপদেষ্টা দৈনিক গণসংযোগের প্রধান সম্পাদক আবু আদনান সাউদ ও কক্সবাজার উপকূলী সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি ইমাম খাইর।
এসময় সংগঠনের সাবেক সহ সভাপতি আমান উল্লাহ আমান, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, সদস্য সরওয়ার সাকিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পরে জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও স্থানীয় বিভিন্ন পত্রিকা এবং অনলাইন মাল্টিমিডিয়া হাউজে পৌঁছে দেওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।