সংবাদ বিজ্ঞপ্তি:
ইউএসএইড’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ও মৎস্য অধিদপ্তরের এর কারিগরি সহযোগিতায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামে ইকোফিশ-২ অ্যাকটিভিটির সৌজন্যে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মকাণ্ডের অংশহিসেবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষভাবে উল্লেখযোগ্য।
এই বছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ঃ
“নারীর সমঅধিকার, সমসুযোগ,
এগিয়ে নিতে হোক বিনিয়োগ”
উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে নারী দিবসের মূল তাৎপর্য উপস্থাপন করা হয়। বিশেষকরে লিঙ্গ সমতা আনতে বিশ্বব্যাপী যে যথেষ্ট অর্থ বিনিয়োগ করা হচ্ছে না সেই বিষয়টি আলোচোনায় উঠে আসে। এছাড়াও, নারীরা চলার পথে বিভিন্ন ধরনের বাঁধা-বিপত্তি, অন্যায়-অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের স্বীকার হচ্ছেন এবং তাদের ন্যায্য সম্মান ও পারিশ্রমিক প্রদানের জন্য জোর আরোপ করা হয়।
উক্ত দিবসে মূল অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলে পরিবারের নারী সদস্য ও তাদের পরিবারবর্গ। এছাড়া প্রশিক্ষণের সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ অ্যাকটিভিটির গবেষণা সহযোগি জনাব শেখ মো: সাঈফ উল হক চিশতি। এছাড়াও, আরও উপস্থিত ছিলেন ইকোফিশ-২ অ্যাকটিভিটির মাঠ পর্যায়ে বাস্তবায়নকারি সংস্থা টিএমএসএস এর মাঠকর্মী ও অন্যান্য সদস্যবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।