প্রেস বিজ্ঞপ্তি:
ইউরোপীয়ান ইউনিয়ন ও অক্সফাম ইন বাংলাদেশ এর সহায়তায় ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) বাস্তবায়িত প্রকল্প “এমপাওয়ারম্যান্ট অব ফিশারউইমেন ইন কোস্টাল চট্টগ্রাম এন্ড কক্সবাজার (ইএফসিসিসি)“র অধীনে মৎস্যজীবী ও মৎস্যখাতে কর্মরত নারীদের অধিকার বিষয়ক জেলা পর্যায়ের এক সংলাপসভা গত ১৩ মার্চ কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, জেলে বা মৎস্যপেশার সাথে যুক্ত মানুষগুলোকে বিশেষ করে মৎস্যপেশায় সম্পৃক্ত নারীদের সম্মানজনক মূল্যায়ন করা উচিৎ। তাদের জন্য সর্বক্ষেত্রে ইতিবাচক ও অভিগম্য পরিবেশ সৃষ্টিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা দরকার।
সংলাপে সভাপতিত্ব করেন বিবিএফ প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া ও সংলাপ সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সাবেক ডীন ও সাবেক সভাপতি প্রফেসর এ. বি. এম আবু নোমান।
সংলাপের উদ্দেশ্য, প্রকল্পের আওতায় মৎস্যখাতে কর্মরত নারীদের উপর পরিচালিত জরীপ ও তাদের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সম্পাদিত গবেষণাপত্র এবং এইখাতের নারীদের বর্তমান অবস্থা নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন পর্যায়ের সংলাপ, মতামত ও সুপারিশসমূহ উপস্থাপন করেন বিবিএফ এর ম্যানেজার (প্রোগ্রাম) সোহাইল উদ দোজা।
প্যানেল আলোচক ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, মহিলা অধিদফতরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ. এম. ফরিদুল আলম শাহীন।
সংলাপ শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিবিএফ এর প্রতিষ্ঠাতা সদস্য ও মেন্টর নাসরিন সুলতানা খানম।
আলোচনায় আরো অংশ নেন যুব উন্নয়ন অধিদফতরের সহকারি পরিচালক মো. মাহাবুবুর রহমান, চৌফলদন্ডী ইউপি চেয়ারম্যান মোজিবুর রহমান, সেভ দ্য চিল্ড্রেন ইন্টারন্যাশনাল এর সিনিয়র ম্যানেজার মো. মাহাবুব হাসান, সিএনএন বাংলার সম্পাদক তৌহিদ বেলাল, সিসিডিএফ এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল লয়্যার এড. ইয়াসমিন জাহান রুজি, কক্সবাজার পৌরসভার প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. খোরশেদ আলম, ইনানী গার্লস প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক এখলাসুর রহমান, বোট মালিক মোজাফ্ফর হোসেন, মৎস্যখাতের শ্রমিক মো. শফিক, জেলে আবুল কাশেম, মৎস্যখাতে কর্মরত নারী জেসমিন আকতার ও তাহেরা বেগম।
সংলাপে মৎস্যখাতে কর্মরত নারীদের আইনী অভিগম্যতা, পেশাগত ঝুঁকি ও সুরক্ষা, স্বাস্থ্যগত সমস্যার ধরন ও প্রতিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা ও বৈষম্য, সরকারী সেবাসমূহের সহজ প্রাপ্তি, বিকল্প আয়, শোভন কর্মপরিবেশ, সরকারের সোশ্যাল সেফটিনেটের আওতায় আসা তথা অধিকার নিশ্চিতকরণ ইত্যাদি বিষয় উঠে আসে। বিভিন্ন দফতর প্রতিনিধিরা তাদের স্ব স্ব দফতরের সেবা প্রক্রিয়া ও সেবাগুলো সম্পর্কে ধারনা দেন ও আরো ইতিবাচক সেবার প্রতিশ্রুতি দেন।
ব্রাইট বাংলাদেশ ফোরাম এর সংলাপে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার
মৎস্যপেশায় সম্পৃক্ত নারীদের সম্মানজনক মূল্যায়ন করা উচিৎ
