আব্দুস সালাম, টেকনাফ:

টেকনাফের শাহপরীদ্বীপে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। মাদক পাচারকালে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রবিবার (১৭মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে একটি মাদকের চালান টেকনাফ থানাধীন শাহপরীরদ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ কর্তৃক টেকনাফ থানাধীন নাফনদীর মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীরদ্বীপের গোলাপাড়া ঝাউবন এলাকায় সন্দেহজনক একটি বোট আটক করা হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি চালিয়ে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবা,২টি মোবাইল ফোন ও ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ কামাল হোসেন (১৭), মাজেদ হোসেন (২৩), মোস্তফা কামাল (১৬) নামক ৩ মাদক পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা সবাই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন শাহপরীরদ্বীপের বাসিন্দা।

মহেশখালীতে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।