সংবাদ বিজ্ঞপ্তি:
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে ইনানী রয়েল রিসোর্টে নৌকার মালিকদের জীববৈচিত্র‍্য সংরক্ষণ, সহ-ব্যবস্থাপনা ও সাগরে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

২০ মার্চ সকালে ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ইকোফিশ-২ অ্যাক্টিভিটির উদ্যোগে প্রশিক্ষণের শুরুতে জেলেদের ইকোফিশ-২ প্রকল্প সম্পর্কে প্রাথমিক ধারণার পাশাপাশি প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করা হয়।

প্রশিক্ষণে আলোচিত বিভিন্ন বিষয়ের মধ্যে উঠে এসেছে, সহ-ব্যবস্থাপনা কী, এটি বাস্তবায়নে করণীয় বিষয়ক নির্দেশনা। এছাড়াও সাগরের বিভিন্ন সংকটাপন্ন জীববৈচিত্র্য (হাঙর, শাপলাপাতা, কচ্ছপ, ডলফিন, তিমি প্রভৃতি) সংরক্ষণে করণীয়, জেলেদের জীবনমান উন্নয়নে বিকল্প কর্মসংস্থানের ভূমিকা, মাছ ধরার নিয়ম-কানুন, বৈধ এবং অবৈধ জাল এর ব্যবহার, সরকারি বিধিনিষেধ ইত্যাদি বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে এসেছে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সরকার নির্দেশিত ইলিশ মাছের জন্য ২২ দিনের বন্ধ এবং সাগরের অন্যান্য মাছের জন্য ৬৫ দিনের বন্ধ সঠিকভাবে পালনের জন্য জোর আহ্বান করা হয়।

এছাড়াও জেলেদের সাগরে মাছ ধরার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা সরঞ্জামাদি রাখার উপর জোর দেয়া হয়। অন্যান্য আলোচনার পাশাপাশি সাগরের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ মোকাবেলায় জেলেদের করণীয় বিষয়াদিও প্রশিক্ষণে উঠে আসে।

পরিশেষে আমন্ত্রিত নৌকা মালিকদের সহযোগিতায় একটি কুইজ, উন্মুক্ত প্রশ্নোত্তর এবং মতামত প্রদান পর্ব অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের সামগ্রিক উপস্থাপনার দায়িত্বে ছিলেন ইকোফিশ-২ অ্যাক্টিভিটির গবেষণা সহযোগী শেখ মোঃ সাঈফ উল হক চিশতী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ এর গবেষণা সহকারী আয়েশা রাহী নূর ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণ শেষে নৌকা মালিকগণ যেনো প্রশিক্ষণলব্ধ জ্ঞান জেলে ভাইদের সাথে আলোচনা করেন সে ব্যাপারে আহবান জানানো হয়।