মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের (কসউবিয়ান) উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভার্চুয়াল প্লাটফর্মে এ আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের গৌরবোজ্জ্বল ভূমিকা ও সমৃদ্ধ ইতিহাস নিয়ে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেবেন। “৭১ এ হাইস্কুল” শিরোনামে এ ভার্চুয়াল আলোচনা সভায় যেসব কৃতি কসউবিয়ান অংশ নেবেন তাঁরা হলেন-বিশিষ্ট শিক্ষাবিদ, ১৯৬২ ব্যাচের অধ্যাপক সোমস্বর চক্রবর্তী, ১৯৭১ এ জয়বাংলা বাহিনীর প্রধান, ১৯৬৪ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার বায়তুশ শরফ এর মহাপরিচালক ১৯৬৬ ব্যাচের এম.এম সিরাজুল ইসলাম, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, ১৯৬৯ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও সাবেক সিনিয়র সচিব, ১৯৭৮ ব্যাচের হেলালুদ্দীন আহমেদ, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য, ১৯৮৭ ব্যাচের আশেক উল্লাহ রফিক এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন। ভার্চুয়াল আলোচনা সভাটি www.facebook.com/cghsian ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা হবে আয়োজকেরা জানিয়েছেন।
প্রসঙ্গত, কসউবিয়ানদের উদ্যোগে ২০১৬ সালের ২৫ ডিসেম্বর কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪২ বছর পূর্তি পালনকালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ২১জন বীর মুক্তিযোদ্ধা গর্বিত কসউবিয়ান’কে সম্মাননা প্রদান করা হয়েছিল। তাঁরা হলেন-মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, কে ফোর্সের অধিনায়ক, ১৯৫৩ ব্যাচের খালেদ মোশাররফ বীর উত্তম (মরণোত্তর) ও নুরুল হক বীর প্রতীক, ১৯৬১ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা ধর্মদর্শী বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী, ১৯৬৩ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, ১৯৬৬ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, ১৯৬৭ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদ, ১৯৭০ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা আল মামুন শামসুল হুদা, ১৯৭১ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মনজুর আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ১৯৭২ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাসুদ কুতুবী, ১৯৭৩ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদ ও বীর মুক্তিযোদ্ধা সেলিমুর রহমান।
২০১৬ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রথম সফল পূর্ণমিলনী উদযাপন করা কসউবিয়ানেরা এখন ১৫০ বছর পূর্তি পালনের জন্য প্রাক প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।