পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আ.লীগের দুই গ্রুপের মধ্যে হট্টগোল হয়েছে।

সোমবার (২৫ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটন বলেন, সাইফুদ্দিন খালেদ উপজেলা আ.লীগের সভাপতি নন। আইনশৃঙ্খলা মিটিংয়ে কেন তাকে সভাপতি সম্বোধন করা হয়!

জবাবে উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম বলেন, জুবাইদুল্লাহ লিটন ১০ বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তি। তাদের মতো অপরাধীকে আইনশৃঙ্খলা সভায় উপস্থিত রেখে আইনশৃঙ্খলার কথা বলা যায় না।

সাধারন সম্পাদক আবুল কাশেমের বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ত্রাণ চুরির দায়ে বহিষ্কৃত হন। তিনি একজন অপরাধী। বক্তব্যের এক পর্যায়ে হট্টগোল শুরু হয়ে যায়।

সভার পরিস্থিতি উদ্ভট হয়ে উঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক সভা সমাপ্তি ঘোষণা করে।

এসময় সভায় চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক উপস্থিত ছিলেন।