নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ ও এতিমখানায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৬ মার্চ সকালে মাদ্রাসা ভবনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি কবি আলহাজ্ব আবুল হোসাইন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ, নির্বাহী সদস্য ও সাবেক জেলা সমবায় অফিসার বখতিয়ার কামাল, নির্বাহী সদস্য ও ইউনিয়ন ব্যাংক উখিয়া শাখার ব্যবস্থাপক এম. জাহেদ উল্লাহ জাহেদ, মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবাল, মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী নুর ফাতেমা প্রমুখ।

মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় তৃতীয় শ্রেণির ছাত্রী সাউদা বিনতে হুদা’র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন পঞ্চম শ্রেণির ছাত্রী আরোভা জান্নাত। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কবি আলহাজ্ব আবুল হোসাইন।

আলোচনা সভা শেষে মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবালের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক (ভা:) মোজাম্মেল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নির্বাহী কমিটির সদস্য আবদুস সালাম কোম্পানি, আরিফুল ইসলাম রনি, মোহাম্মদ আসিফ, সহকারী শিক্ষক মাওলানা রহিম উল্লাহ মামুন, সহকারী শিক্ষক মাওলানা আল মাসুম, সহকারী শিক্ষক আবদুল্লাহ চৌধুরী, সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসাইন, সহকারী শিক্ষক মোহাম্মদ বারেক উল্লাহ, সহকারী শিক্ষক মোহাম্মদ সাইমুম সহ প্রচুর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।