সংবাদ বিজ্ঞপ্তি:
নতুন প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
জাতির জনক বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্নপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের অগ্রযাত্রাকে বেগবান করতে মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শ কে ধারণ করে দেশ এগিয়ে যাক বঙ্গবন্ধুর ‘ সোনার বাংলা’ গড়ার পথে, মহান স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল এগারো টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তার সভাপতির বক্তব্যে বলেন, দেশ স্বাধীনের এত বছর পর ও স্বাধীনতার পাঠক আর ঘোষকের বিতর্ক হয়। মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। বিএনপি সেই পাঠককে ঘোষক বানিয়ে ইতিহাস বিকৃত করছে।
তিনি বলেন,বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয় কে সংহত করনে বাধা হয়ে আছে, এই অশুভ শক্তি কে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করব, প্রতিহত করব।
সাবেক ছাত্রনেতা নুরুল আজিম কনকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, অধ্যাপিকা এথিন রাখাইন, এড. তাপস রক্ষিত, ইউনুচ বাঙালি, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সৈয়দ মো: রেজাউর রহমাম, সোহেল আহমদ বাহদুর প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সোনা আলী,ড. নুরুল আবছার, রহিম উদ্দিন, মির্জা ওবায়েদ রুমেল, এড রবিউল এহছান, মিজানুর রহমান হেলাল, মক্কা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারন সম্পাদক শাহেদ,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, আয়েশা সিরাজ,পৌর আওয়ামী লীগ নেতা আছিফুল মওলা,ডা. পরিমল কান্তি দাশ, মিজানুর রহমান, এ বি ছিদ্দিক খোকন, নুরুল আলম পেঠান,আমির উদ্দিন, জেলা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশ, যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা আকতার রিটা, সাধারণ সম্পাদক তছলিমা আকতার রুমানা সহ পৌর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।