ডেস্ক রিপোর্ট:

গরু মাংস, দুধ এবং ডিমের সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিপণন ব্যবস্থা চালু করছে কক্সবাজার জেলা প্রাণিসম্পদ দপ্তর।

প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ফরহাদ পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের পক্ষ থেকে কক্সবাজারে স্বল্পমূল্যে দুধ, ডিম এবং গরুর মাংস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই প্রাণীজ আমিষ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব শাহীন ইমরান এবং ঔই সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাব উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার অসীম বরণ সেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফরহাদ পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর জনাব তৌহিদ ফরহাদ বলেন, “রমজান মাস হলো পরোপকারের মাস। এই মাসে আমরা সকলেই অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই উদ্দেশ্যে আমরা আজ এখানে স্বল্পমূল্যে দুধ, ডিম এবং গরুর মাংস বিতরণ করছি।”

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ফরহাদ পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগের মাধ্যমে অভাবী মানুষদের রমজান মাস আরও আনন্দময় হবে।”

জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় মাহে রমজান ও ২৬ মার্চের বিশেষ দিন উপলক্ষে লিটার প্রতি দুধ ৭০ টাকা, গরুর মাংস কেজি ৬৫০ টাকা ও এক ডজন ডিম ১০০ টাকা করে পেয়েছে স্থানীয় বাসিন্দারা।

জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় বিশেষ এই দিনে মোট ৫০০লিটার দুধ, ৬০০ কেজি গরুর মাংস, প্রায় ৪ হাজার ডিম বিক্রি করা হয়েছে। এতে ডেইরি ও পোল্ট্রি খামারিরা সার্বিক সহযোগিতা করেছে।

অনুষ্ঠানে উপস্থিত জেলার সাধারণ মানুষরা এই উদ্যোগের জন্য ফরহাদ পোল্ট্রি এন্ড ফিড সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।