দীর্ঘ দুই দশক পলাতক থাকার পর চার হত্যা মামলাসহ ১০ মামলার আসামি মহেশখালীর সন্ত্রাসী জিয়া বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মো.লোকমান প্রকাশ আজরাইল লোকমানকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। সোনাদিয়ার গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়।

আজরাইল লোকমান (৫৩) মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে র‍্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নামাজের সময় মসজিদে এসি বিস্ফোরণ

তিনি জানান, ২০০৬ সাল থেকে অপরাধ জগতে তার সদর্প পদচারণা। ২০০৭ সালের ৮ ডিসেম্বর লোকমান ও তার বাহিনীর সদস্যরা পরিকল্পিত হামলা চালিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কক্সবাজার জেলার প্রথম শহীদ শরীফ চেয়ারম্যানের কনিষ্ঠ পুত্র, কালামারছড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান এবং মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনিকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে। এছাড়া ২০১১ সালের ২১ মে সরকারি বাহিনীকে জলদস্যু দমনে সহায়তা করার সন্দেহে হাফেজ আব্দুল গফুরকে কুপিয়ে হত্যা করে। লোকমান ও তার সহযোগীরা সোনাদিয়া দ্বীপে আত্মগোপনের খবর পেয়ে গত ২৭ মার্চ ভোরে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ লোকমান (৫৩) কে গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।