মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (FDMN) বা রোহিঙ্গা এবং পার্শবর্তী স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত স্বাস্থ্য, সার্বিক সুরক্ষা, জরুরী শিক্ষা সহায়তা বিষয়ে জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের ২দিন ব্যাপী কর্মশালা শুক্রবার ২৯ মার্চ উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপ এ শুরু হয়েছে।
কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আবদুল্লাহ আল মামুন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ, জেলা লিগ্যাল এইড অফিসার (ভা:) ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আবদুল মান্নান, জাতীয় মানবাধিকার কমিশনের উপ পরিচালক এম. রবিউল ইসলাম, আইআরসি বাংলাদেশের সিনিয়র ইন্টিগ্রেটেড প্রোটেকশন কোঅর্ডিনেটর উগান্ডার নাগরিক Samuel Komakech প্রমুখ রিসোর্স পারসন হিসাবে অংশ নিচ্ছেন।
কর্মশালায় জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী অ্যাডভোকেট রমিজ আহমদ, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট সাকী এ কাউসার, অ্যাডভোকেট আহসান উল্লাহ, অ্যাডভোকেট হুমায়ুন কবির দুলাল, অ্যাডভোকেট প্রতিভা দাশ, অ্যাডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী, অ্যাডভোকেট মো: মোক্তার আহমদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট জাবেদুল আনোয়ার রুবেল, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু, অ্যাডভোকেট ফজলুল হক চৌধুরী, অ্যাডভোকেট শেফাউল করিম রানা, অ্যাডভোকেট মোঃ শামসুল হক, অ্যাডভোকেট ইফতেখার মাহমুদ, অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন, অ্যাডভোকেট উজ্জ্বল কান্তি দাশ, অ্যাডভোকেট বিশ্বজিৎ ভৌমিক, অ্যাডভোকেট আবু হেনা ইয়াসমিন, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট রাসিব আহমদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আবু সৈয়দ, অ্যাডভোকেট টুলটুল পাল, অ্যাডভোকেট শওকত আলম, অ্যাডভোকেট রিদুয়ান হাসান, অ্যাডভোকেট শাহা আলম সহ ৩০ জন আইনজীবী অংশ নিচ্ছেন।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এর উদ্যোগে Capacity Building for District Legal Aid Committee (DLAC) Panel Lawyers শীর্ষক কর্মশালায় ইউরোপিয়ান ইউনিয়ন হিউম্যানটেরিয়ান এইড, ইউকে এইড, ডেনিশ রিফিউজি কাউন্সিল, Norwegian Refugee Council, Handicap International কনসোর্টিয়াম পার্টানার হিসাবে সহায়তা করছে।
কর্মশালায় আইআরসি’র সিনিয়র প্রোটেকশন ম্যানেজার জাফর উল্লাহ নেজাম, টেকনিক্যাল ম্যানেজার (লিগ্যাল) অ্যাডভোকেট ফারহানা রব সাথী, কর্মকর্তা অ্যাডভোকেট আবুল কালাম সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। ২দিন ব্যাপী কর্মশালাটি শনিবার ৩০ মার্চ পর্যন্ত চলবে।