দেলওয়ার হোসাইন , পেকুয়া:
পেকুয়ায় রান্নার গ্যাসের চুলার আগুনে ৭ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকার মুন্সি শাহাদাতের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।
রান্না ঘরের গ্যাসের চুলার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এতে ৭ পরিবারের টিনশেড বেড়ার ঘরসহ সহায় সম্বল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন,উপজেলা সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার শাহাদাত হোছাইন, আকতার আহমদ, মোজাম্মেল হক, জহিরুল ইসলাম, ইব্রাহিম, হামিদ হোছাইন, ওমর ফারুক, মোজাহিদ। অগ্নি কাণ্ডের সাথে সাথে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পক্ষে যুবলীগ নেতা মোহাম্মদ আজম ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং কম্বল বিতরণ করেন এবং উপজেলা আ.লীগের সভাপতি ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
এদিকে খবর পেয়ে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন এবং সরকারি সহায়তা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির নেতা এস এম মাহাবুব ছিদ্দিকীসহ অনেকেই।
এ বিষয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনি।
এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে প্রাথমিক সহায়তা প্রদান করেছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।