নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান মাসজুড়ে কক্সবাজার নিউজ (সিবিএন) এর বিশেষ আয়োজন ‘আম্মাজান আলোর পথে’র সম্মানিত আলোচক, শিল্পী ও কুরআনের পাখিদের সম্মানে ইফতার মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকালে কলাতলীর একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিবিএন এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী।
বার্তা সম্পাদক ইমাম খাইরের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও চট্টগ্রামের সীতাকুণ্ড কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হক।
আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মুহাম্মদ আখতার উদ্দিন হেলালী, এডভোকেট মোহাম্মদ নেজামুল হক, কক্সবাজারস্থ সাতকানিয়া—লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুলক, কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম, ইউএনএইচসিআর এর কর্মকর্তা জামাল উদ্দিন।
আলোর পথের অনুষ্ঠানটি সাজানো হয় দুই পর্বে। প্রথম পর্বে অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতায় ১০টি হিফজ প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এতে রামুর মানারাতুল উম্মাহ মডেল মাদরাসা প্রথম, কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা দ্বিতীয় এবং তাওযিহুল উম্মাহ মডেল মাদরাসা তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
প্রতিযোগিতায় সম্মানিত বিচারক ছিলেন মুফতি মাওলানা সুলাইমান কাসেমী, কক্সবাজার বড় বাজার জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দিন ও কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসার অধ্যাপক ফরিদুল আলম।
সিবিএন এর ‘আলোর পথে’র অনুষ্ঠানে যারা বিভিন্নভাবে সহযোগিতা ও ভূমিকা রেখেছেন তাদেরকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণকারীরা হলেন, আলোর পথে অনুষ্ঠানের টাইটেল স্পন্সর আম্মাজান পাঞ্জাবি এন্ড শেরওয়ানির স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বাবুল, কো—স্পন্সর প্রতিষ্ঠান মুনতাহা ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী এস এম মোরশেদ আলম, মেগামার্টের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম, আইডিয়াল প্রিন্টার্সের এমডি মোহাম্মদ আলম মাসুদ।
কো—স্পন্সর প্রতিষ্ঠান ফিট মেনস এর স্বত্বাধিকারী মইন উদ্দিনকে সম্মাননা প্রদান করেছে সিবিএন।
আলোর পথে অনুষ্ঠানের সমন্বয়ক ও উপস্থাপক ইমাম খাইরের আন্তরিক ভূমিকার জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিবিএন এর সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীসহ সহকর্মীগণ।
রমজান মাসজুড়ে কুরআনের আয়োজনে আন্তরিক ভূমিকা রাখায় সিবিএন মাল্টিমিডিয়ার চিফ শাহেদ মিজান ও রিপোর্টার সরওয়ার সাকিবকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
এছাড়া সিবিএনের বিশেষ প্রতিবেদক এম.এ আজিজ রাসেল সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি ও বলরাম দাশ অনুপম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা স্মারক দিয়েছে সিবিএন।
নির্যাতিত ও কারাবরণকারি ৫ শতাধিক নেতা কর্মীকে সংবর্ধিত করল জেলা বিএনপি
বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, দারুল আক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী, নুরুল কুরআন আদর্শ হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ জাফর আলম, বদরমোকাম শামছুন নাহার হিফজখানার মুহতামিম হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সাওতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রমজান আলী, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার, তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার নাজেমে তা’লিমাত নুরুল আবছার, মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিন, তাওযিহুল উম্মাহ মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রহমতুল্লাহ হারেছ, বড়বাজার মসজিদ কমপ্লেক্স হিফজখানার প্রধান শিক্ষক হাফেজ আবদুস সামাদ ও রুমালিয়ারছড়া হোছনিয়া হেফজখানার প্রধান শিক্ষক হাফেজ রেজাউল করিম।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, সিবিএন এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম শামস, টেকনাফ প্রতিনিধি আবদুস সালাম, রামু প্রতিনিধি আবুল কাশেম, স্টাফ রিপোর্টার আবদুল্লাহ সায়েম, রুবিনা পারভিন, ইয়াছিন আরাফাত, ঈদগাঁও প্রতিনিধি আজিজুর রহমান রাজু ও শহর প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিব।
সিবিএন এর বর্ণাঢ্য আয়োজন ‘আলোর পথে’র অনুষ্ঠান কক্সবাজারের মাল্টিমিডিয়ার জগতে মাইল ফলক ভূমিকা রাখবে, এমন মন্তব্য সবার। আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করতে সিবিএন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন আলোচক, শিল্পী, কুরআনের পাখিসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।