ঐতিহ্যবাহী হ্নীলা আলফালাহ্ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হ্নীলা আলফালাহ্ একাডেমি অ্যালামনাই এসোসিয়েশনের ‘ইফতার মাহফিল ২০২৪’ আগামী ৮ এপ্রিল, ২০২৪ খ্রি: (২৮ রমজান) স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
গত ৩১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা: আবু বকর আল মামুনের সঞ্চালনায় অনলাইন প্ল্যাটফর্মে এক্সিকিউটিভ কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের দপ্তর সম্পাদক সায়েম সিকদার, কোষাধ্যক্ষ এডভোকেট আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ মানছুর, এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার হারুন অর রশিদ, আলমগীর সালাম পুলক, মোহাম্মদ আজম পিংকেল, সেলিনা আক্তার এবং দিলরুবা খানম। এতে ২য় সাধারণ নির্বাচন ও ইফতার মাহফিল ইস্যুতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। তারই ধারাবাহিকতায় আগামী ৮ এপ্রিল স্কুল মিলনায়তনে ‘গেট টুগেদার ও ইফতার মাহফিল ২০২৪’ আয়োজনের লক্ষ্যে এক আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন, দিলদার আহমদ খোকন- আহবায়ক (২০০৮), ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ- যুগ্ম আহবায়ক (২০০৯), আহসান হাবিব- সদস্য (২০১০), আল আমিন সোহাগ- সদস্য (২০১১), জসিম উদ্দিন- সদস্য (২০১২), বেলাল উদ্দিন শাহিন- সদস্য (২০১৩), আবদুল্লাহ আল মামুন- সদস্য (২০১৪), সিয়ামুল নাহিয়ান মিজবাহ- সদস্য (২০১৫), মোহাম্মদ তহা- সদস্য (২০১৬), মুহিত কামাল-সদস্য (২০১৭), ওয়াহিদুল হাসান জিহাদ- সদস্য (২০১৮), খালেদ বিন সাকি-সদস্য (২০১৯), আজিজুল বশির মোহাম্মদ-সদস্য (২০২০), মোহাম্মদ ইউসুফ জামান-সদস্য (২০২১) এবং কাউছার উদ্দিন হৃদয়-সদস্য (২০২২)।
একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ৫ এপ্রিলের মধ্যে প্রোগ্রামের রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্দাত্ত আহবান জানানো হয়।
-প্রেস বিজ্ঞপ্তি
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।