শেফাইল উদ্দিন :

কক্সবাজারের অনন্য শালীন ও সুশৃঙ্খল পরিবেশের শিক্ষা প্রতিষ্ঠানের রূপকার তথা মানুষ গড়ার কারিগর আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়ব না ফেরার দেশে চলে গেলেন

বুধবার (৩ এপ্রিল )দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৫ বছর বয়সী এ বটবৃক্ষ। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

একই ভোর ৬ টার দিকে চট্টগ্রাম পাঁচলাইশ বড় মসজিদে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ নিয়ে যাওয়া হয় তার পৈত্রিক নিবাস কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামে। সেখানে তাঁর হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান কিশলয় স্কুল মাঠে একইদিন বাদে আছর জানাযা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।

আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়ব মাওলানা তৈয়ব কিংবা তৈয়ব হুজুর নামেই পরিচিত। মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি এতদঞ্চলে সর্বমহলে শ্রদ্ধার পাত্র।

আলহাজ্ব চৌধুরী মুহাম্মদ তৈয়বের জন্ম ১৯৫৯ সালে। তার বেড়ে উঠা, পড়াশুনা চট্টগ্রাম শহরেই। শিশুকাল থেকে বর্তমান সময় পর্যন্ত তার ঠিকানা খুটাখালী ইউনিয়নের (৫ নং ওয়ার্ড) মাইজপাড়া। তার বাবা মরহুম মৌলভী মোঃ হানিফ, মা মরহুমা মরিয়ম খাতুন,স্ত্রী খদিজা বেগম ও ২ ছেলে ৩ মেয়ে।তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য নানা রোগে ভুগছিলেন।

বরেণ্য এ শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি আলহাজ্ব জাফর আলম, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমতুচ্ছালাম, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন প্রধান মোঃ তাজুল ইসলাম, খুটাখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল করিম, আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসার সুপার মাওঃ আবদু শুক্কুর, ফুলছড়ি দাখিল মাদরাসার সুপার মাওঃ বশির আহমদ ও কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, সহযোগী শিক্ষক-কর্মচারীবৃন্দ।