শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়া ঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো, ওই গ্রামের মো. দিদারুল ইসলামের মেয়ে শাহিদা আক্তার (১০) এবং পুত্র রাকিবুল হাসান (৬)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেমশীখালী ইউনিয়নের নয়া ঘোনা গ্রামের শিশু দুইটি বাড়ির পাশে খেলতে গিয়ে দুই ভাই-বোন পুকুরে পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরবর্তীতে ওই শিশুদের পরিবারের স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ীর পাশে পুকুরের পানিতে তাদের মৃতদেহ দেখতে পায়।

পরে, মরদেহ উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানান, শিশু দুটি পানিতে ডুবে মৃত্যু হয়েছে।