এফ এম সুমন, পেকুয়া:
দেশে এখন গণতন্ত্র নাই সরকার গণতন্ত্রকে বিলুপ্তির পথে নিয়ে গেছে। মানুষ এখন ভোট দিতে পারেনা, ভোট অটো হয়ে যায়। এদেশে যারা গণতন্ত্র আর ভোটাধিকারের কথা বলে সরকার তাদের এদেশে রাখেনা যেমন কক্সবাজারের সিংহ পুরুষ সালাহউদ্দিন আহমেদকে দেশে রাখেনি।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিএনপি কর্মী যারা নির্যাতিত হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হবে।

উপজেলা বিএনপির সভাপতি ও সদর চেয়ারম্যান এম.বাহাদুর শাহের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট ইউনুছ, জেলা কৃষক দলের আহবায়ক গিয়াস উদ্দিন আফসেল,  জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান,  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার আবু জাফর, সহ-সভাপতি আব্দু রশীদ, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ আজাদ, রেজাউল করিম চৌধুরী মিন্টু, উপজেলা যুবদলের সাংগঠনিক ইয়াছিন আরাফাত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহসহ বিএনপি ও তার অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷