হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার পাশা চৌধুরী(৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।
শনিবার (৬ ই এপ্রিল-২৪) দিবাগত রাত ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিইও’তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৬ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।
বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত এমপি প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মহেশখালী কৃতি সন্তান এমপি আশেক উল্লাহ রফিক শোকবার্তায় বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী আনোয়ার পাশা চৌধুরী দলের দুঃসময়েও উপজেলা আওয়ামী লীগের সভাপতি’সহ বিভিন্ন গুরু দায়িত্ব কৃতিত্বের সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত পালন করেছেন এবং সামাজিক ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে গেছেন তিনি। বিদগ্ধ মানুষটির মহাপ্রয়াণ সত্যিই অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।
সর্বশেষ ২০২২ সালের ১৬ নভেম্বর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী মহেশখালী উপজেলা আওয়ামী লীগের তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা’সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অবদান রাখেন এবং দলের বিভিন্ন পদে গুরু দায়িত্ব পালন করেন।
আগামীকাল ৭ ই এপ্রিল (রবিবার) বিকাল ২টায় বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।