নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণার পর এবার ইনানীর নৌবাহিনী ঘাট থেকেও সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার(৮ এপ্রিল) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি জানান, প্রথমে টেকনাফ দমদমিয়া ঘাঁট থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ থাকলেও ঈদের পরদিন থেকে ইনানী নৌবাহিনী ঘাঁট থেকেও বন্ধ চলাচল করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তিনি বলেন, মিয়ানমারের সংঘাতের প্রভাব এখন সেন্টমার্টিনের দিকে বেশি। রাখাইনের ওই দিকটায় সংঘাতের খবর বেশি পাওয়া যাচ্ছে। সুতরাং পর্যটকবাহী যান চলাচল করতে দিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না প্রশাসন। এতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল ঘাট দিয়ে জাহাজ চলাচল করবেনা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।