স্ত্রীকে গলায় শাড়ির ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করেন স্বামী। খুনের পর রাতে একই বিছানায় লাশের পাশে ঘুমিয়ে কাটান। গত শনিবার(৬ এপ্রিল) ভারতের বেঙ্গালুরুর রঙ্গনাথপুরে ঘটনাটি ঘটেছে।
নিহত স্ত্রীর নাম নেত্রাবতী। আর ঘাতক যুবকের নাম ভেঙ্কটেশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরতেন ভেঙ্কটেশ। এ নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতো। মদ খেতে নিষেধ করায় রেগে স্ত্রীকে হত্যা করেন ওই যুবক।
যুবলীগ-ছাত্রলীগকে পিটিয়ে ছেলেকে নিয়ে গেলেন এমপি
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, রোববার সকালে ভেঙ্কটেশের ৯ বছরের ছেলে তার মাকে ঘুম থেকে জাগানোর জন্য ডাকাডাকি করে। কিন্তু তার মা সাড়া না দেওয়ায় কান্নাকাটি শুরু করে। তার কান্না শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এসে দেখেন বিছানায় পড়ে রয়েছে নেত্রাবতীর লাশ।
এর আগে শনিবার রাতে ভেঙ্কটেশ ও নেত্রাবতীর মধ্যে ঝগড়া হয়। প্রতিবেশীরা বাড়িতে এসে মিটমাটও করে দেন। তাই ধারণা করা হচ্ছে, গভীর রাতেই খুনের ঘটনা ঘটেছে।
পুলিশ অভিযুক্ত ভেঙ্কটেশকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন তিনি।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মদ্যপানের বদঅভ্যাস নিয়ে ঝগড়ার কারণেই স্ত্রীকে হত্যা করেছেন ভেঙ্কটেশ। এ ঘটনায় মামলা হয়েছে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।