মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের মুহুরী পাড়ার ইসহাক সামি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ১২ এপ্রিল সকালে মারা গেছেন। গত বৃহস্পতিবার ১১ এপ্রিল মোহাম্মদ ইসহাক সামি সহ ৬ বন্ধু একটি নোহা মাইক্রোবাস নিয়ে শহরের লিংকরোড থেকে কক্সবাজার শহরের দিকে আসার সময় মাইক্রোবাসটি কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়ে ড্রাইভার সহ ৭ জন গুরুতর আহত হয়।
পর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ ইসহাক সামী সহ ৩জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গুরতর আহত মোহাম্মদ ইসহাক সামী সেখানে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার সকালে না ফেরার দেশে চলে যান। মোহাম্মদ ইসহাক সামী জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন শাখার আহবায়ক ছিলেন।
প্রসঙ্গত, ঈদের আগের রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কক্সবাজার শহরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ৭ জন গুরতর আহত হয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।