মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
আসন্ন ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন।
শনিবার (১৩ এপ্রিল) সুধীজনের সঙ্গে পরামর্শ সভা শেষ আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করা হয়।
ঈদগাঁও আধুনিক হাসপাতালের চেয়ারম্যান মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা নুরুল আজিম, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, শ্রমিক নেতা কামাল উদ্দিন পাশা, সাবেক ছাত্রনেতা সৈয়দুল হক, ঈদগাঁও বাইতুর রহমান জামে মসজিদের খতিব মাস্টার মারুফুর রশিদ, আওয়ামী লীগ নেতা নুরুল আলম, গফুর সিটি সেন্টারের স্বত্বাধিকারী নুরুল ইসলাম, ব্যবসায়ী হাফেজ বেদারুল ইসলাম, সমাজকর্মী মনজুর আলম, সংবাদকর্মী বজলুর রহমান।
দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের সমর্থন চেয়ে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন।
ঈদগাঁও আধুনিক হাসপাতালের পরিচালক তৈয়ব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, ঈদগড়ের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা দিদারুল ইসলাম, ঈদগাঁওর ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ, শ্রমিক নেতা মাওলানা বশির আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
শুভাকাঙ্ক্ষীরা বক্তব্যে বলেন, মমতাজ মহসিন শিক্ষিত ও আদর্শবান সমাজ দরদী নেতা। আমরা যতদিন তাকে চিনি ততদিন সৎ ও ন্যায়পরায়ণ দেখেছি। তার মত যোগ্য ব্যক্তি নির্বাচিত হলে ঈদগাঁও উপজেলার আমূল পরিবর্তন হবে। সরকারি সেবা ঘরে ঘরে পৌঁছে যাবে।
অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন এর পরিচিতি:
অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন ঈদগাঁও কানিয়া ছড়ার মৃত আলহাজ্ব আব্দুল আজিজ সওদাগরের প্রথম পুত্র। তিনি চুনতি ফাতেমা বতুল (রাঃ) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক। দীর্ঘ ১৯ বছর যাবৎ ওখানে কর্মরত।
মমতাজ উদ্দিন আহমদ মহসিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স), এম.এ. ডিগ্রি অর্জন করেন।
চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি এবং কক্সবাজার পৌর-প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।
ছাত্রজীবনে ‘ইয়াং মুসলিম অর্গানাইজেশন’ নামক একটি সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে বৃহত্তর ঈদগাঁওকে সন্ত্রাস ও মাদকমুক্তকরণে জোরদার আন্দোলন গড়ে তোলেন। সব শ্রেণী পেশার মানুষকে তার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করেন। সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের কারণে তিনি বেশ সুপরিচিতি পান।
ঈদগাঁওকে প্রশাসনিক উপজেলা ঘোষণার দাবিতে জোরদার আন্দোলনের পাশাপাশি জনমত সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখেন মমতাজ উদ্দিন আহমদ মহসিন।
উল্লেখ্য, নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আরো দুইজনের নাম শোনা যাচ্ছে। তারা হচ্ছেন আজিজুল হক রুবেল ও আহমদ করিম সিকদার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।