বিনোদন প্রতিবেদক:
সংবাদপত্র-রেডিও-টেলিভিশন এবং অনলাইন পোর্টালে কর্মরত ক্রীড়ামোদী সাংবাদিক ও মিডিয়া কর্মীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন। ১২ ডিসেম্বর থেকে শুরু হবে ষষ্ঠবারের মতো আয়োজিত এই জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এবারের আসরেরর উ™ে^াধনী অনুষ্ঠানে একই মঞ্চে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এশী এবং ইকবাল বিন আনোয়ার (ডন)।
উদ্বোধনী দিনের খেলা শুরু হবে সকাল ১১টায়। দুপুরে মধ্যাহ্নভোজের সময় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যান্ডদল ‘ঐশী এক্সপ্রেস’ দিল কি দয়া হয়না, মায়া, নিজামউদ্দিন আউলিয়ার মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করবে। একই সঙ্গে কণ্ঠশিল্পী ডন পরিবেশন করবেন জনপ্রিয় কয়েকটি গান।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কুইন অফ হার্টস-এর আয়োজনে রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর ¯েদ্বডিয়ামে চারদিনের এই আয়োজন অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটির আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। সহযোগী পৃষ্ঠপোষক শাপলা মিডিয়া এবং গোল্ডেন হারভেস্ট।
উল্লেখ্য, নারী ও পুরুষের পাঁচটি ক্যাটাগরিতে ৪৫টির বেশি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে ব্যাডমিন্টনপ্রেমী প্রায় তিনশ’ প্রতিযোগী অংশ নিচ্ছে এবারের শিরোপা লড়াইয়ে। ১২ ডিসেম্বর বেলা ১২টায় অনুষ্ঠিত হবে মিডিয়া কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ১৫ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টুর্নামেন্টের টেলিভিশন পার্টনার এশিয়ান টিভি, এটিএন বাংলা ও আরটিভি, নিউজপেপার পার্টনার সমকাল, টেলিকাস্ট পার্টনার নিউজবাংলা২৪.কম, অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম ও ঢাকাপ্রকাশ, রেডিও পার্টনার রেডিও টুডে এবং হেলথ পার্টনার ফরাজী হাসপাতাল।